• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

অপরাধ

সাতক্ষীরায় ৩১টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক

  • ''
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০২৩

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে ৭.৩৫৯ কেজি ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ছয় কোটি ত্রিশ লক্ষ টাকা। আটকৃতরা হলেন মোঃ সজিব হোসেন(২২) ও মোঃ তুহিন(২০)।

বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর নির্দেশনায় বৈকারী বিওপি‘র নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি'র একটি চৌকষ অভিযানিক দল সকাল ৭ টায় দুইজনকে আটক করেন।

আটককৃত স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করত তাদেরকে থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads